বাংলাদেশ সরকারের রূপকল্প ২০৪১ বাস্তবায়ন ও ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং জাতীয় আর্থিক অন্তর্ভূক্তি কৌশল ২০২১-২০২৬ বাস্তবায়নে সবার জন্য আর্থিক অন্তর্ভূক্তি নিশ্চিতকরণে ৪ আগস্ট ২০২৩ তারিখে প্রবাসী কল্যাণ ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট কর্তিক আয়োজিত ময়মনসিংহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে “ফাইন্যান্সিয়াল লিটারেসি উইং কর্মসূচীর আওতায় টার্গেট গ্রুপ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জনাব মোঃ আজিমুদ্দিন বিশ্বাস, এনডিসি, অতিরিক্ত সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ,অর্থ মন্ত্রণালয়। আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মজিবর রহমান, মহাব্যবস্থাপক জনাব মোঃ নূর আলম সরদার, ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জনাব ইস্কান্দার পারভেজ, রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক জনাব মোঃ আলমগীর হোসেন এবং ময়মনসিংহের অঞ্চলপ্রধান জনাব আবু তাহের। আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ময়মনসিংহ অঞ্চলের ৪০ জন কুটির ও ক্ষুদ্রশিল্প উদ্যোক্তা ও অভিবাসী কর্মীকে কর্মসূচীর আওতায় আনা হয়। উক্ত কর্মশালায় ময়মনসিংহ অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ ও অন্যান্য কর্মকর্তাগন অংশগ্রহণ করেন।