নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব মোকাবেলায় বিদেশ ফেরত প্রবাসী শ্রমিকদের ব্যবসা ও আত্মকর্মসংস্থানমূলক কাজের জন্য স্বল্প সুদে ঋণ বিতরণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ৫০০ (পাঁচশত) কোটি টাকার হতে বিদেশ ফেরত প্রবাসী শ্রমিকদের গ্রামীন এলাকায় ব্যবসা ও আত্মকর্মসংস্থানমূলক কাজের জন্য স্বল্প সুদে "আত্মকর্মসংস্থানমূলক ঋণ "(Self Employment/ Independent Loan) বিতরণ করা হচ্ছে।
আত্মকর্মসংস্থানমূলক ঋণ গ্রহণে যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্রঃ
ক্রেডিট সীমা:
সর্বোচ্চ ৫.০০ (পাঁচ) লক্ষ টাকা।
ঋণের মেয়াদঃ
প্রকল্প এবং ব্যবসার প্রকৃতি। ধরণ অনুযায়ী সর্বোচ্চ ০২ বছর।
সুদের হারঃ
০৪% সরল সুদ হারে।
ঋণের পরিশোধসূচীঃ
পরিশোধসূচী হবে ঋণের ধরণ অনুযায়ী কিস্তিতে পরিশোধযোগ্য।
বিঃ দ্রঃ এ ঋণের কোন সার্ভিস চার্জ নেই।