বাংলাদেশ সরকারের রূপকল্প ২০৪১ বাস্তবায়ন ও ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল (২০২১-২০২৬) বাস্তবায়নে সবার জন্য আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণে আপামর জনগোষ্ঠীর মাঝে আর্থিক সাক্ষরতা বিস্তারের লক্ষ্যে গত ২২/০৫/২০২৪ ইং তারিখ রোজঃবুধবার বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ‘ফাইন্যান্সিয়াল লিটারেসি উইং কর্মসূচির আওতায় টার্গেট গ্রুপ নিয়ে প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে বরিশাল অঞ্চলের ৫০ (পঞ্চাশ) জন সুবিধাবঞ্চিত এবং অভিবাসী কর্মী অংশগ্রহণ করেছেন।