কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যে সকল বাংলাদেশি অভিবাসী কর্মী দেশে ফেরত এসেছেন সে সকল কর্মী অথবা বিদেশে মৃত্যুবরণ করেছেন তাঁর পরিবারের ১ (এক) জন উপযুক্ত সদস্যকে পুনর্বাসনের লক্ষ্যে স্বল্প সুদে বিশেষ পুনর্বাসন ঋণ প্রদান হচ্ছে।
বিশেষ পুনর্বাসন ঋণ গ্রহণে যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্রঃ
ক্রেডিট সীমা:
একক ঋণ সর্বোচ্চ ৫.০০ (পাঁচ) লক্ষ টাকা গ্রুপ ঋণের ক্ষেত্রে এক সদস্যের ঋণের সীমা ৫.০০ (পাঁচ) লক্ষ টাকা হিসাবে ০৫ জনের সর্বোচ্চ ২৫.০০ (পঁচিশ) লক্ষ টাকা।
ঋণের মেয়াদঃ
প্রকল্প এবং ব্যবসার প্রকৃতি। ধরণ অনুযায়ী সর্বোচ্চ ৫ (পাঁচ) বছর।
সুদের হারঃ
০৪% সরল সুদ হারে।
ঋণের পরিশোধসূচীঃ
পরিশোধসূচী হবে ঋণের ধরণ অনুযায়ী কিস্তিতে পরিশোধযোগ্য।
বিঃ দ্রঃ এ ঋণের কোন সার্ভিস চার্জ নেই।