Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ জানুয়ারি ২০২৫

সঞ্চয় প্রকল্প

প্রবাসী কল্যাণ ব্যাংকের সঞ্চয় হিসাব প্রকল্প
 

সঞ্চয় হিসাব খোলার নিয়মাবলীঃ

প্রবাসীদের প্রেরিত অর্থ সঞ্চয়ের মাধ্যমে জমা করার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক সঞ্চয় হিসাব খোলার প্রকল্প চালু করেছে। এর মাধ্যমে প্রবাসী এবং প্রবাস প্রত্যাগত কর্মীরা সহজেই সঞ্চয় হিসাব খুলতে পারবেন। প্রবাসীরা ওয়েবসাইট হতে সঞ্চয় হিসাবের ফর্ম ও স্বাক্ষর কার্ড ডাউনলোড করে তা পূরণ পূর্বক সংস্লিষ্ট দেশের দুতাবাস/লেবার কাউন্সিলর কার্যালয় হতে সত্যায়ন করে ব্যাংকে পাঠালে সঞ্চয় হিসাব খোলা হবে।
 

 প্রবাসী সঞ্চয়ী হিসাবঃ

শুধুমাত্র প্রবাসীগামী, প্রবাসী অবস্থানরত এবং প্রবাস প্রত্যাগত বাংলাদেশী নাগরিকগণ এই সুবিধা গ্রহণ করতে পরবেন।

প্রবাসী সঞ্চয়ী হিসাবের সুবিধাবলীঃ
এই হিসাবের মাধ্যমে প্রবাসে অবস্থানরত প্রবাসীরা রেমিট্যান্স পাঠাতে পারবেন ।
প্রবাসীরা এই হিসাবের মাধ্যমে তাদের কষ্টার্জিত অর্থ সঞ্চয় করতে পারবেন।
এই হিসাবের জন্য গ্রাহককে কোন চার্জ বা ফি প্রদান করতে হবেনা।
এই হিসাবের বিপরীতে গ্রাহককে বীমা সুবিধা প্রদান করা হবে ।
 

আবেদনের যোগ্যতাঃ
 ১৮ থেকে ৬০ বছরের যে কোন প্রবাসী বাংলাদেশী একাউন্ট খুলতে পারবেন।
 প্রবাসী বাংলাদেশীদের অবশ্যই রেসিডেন্স/ওয়ার্ক পারমিট থাকতে হবে।

প্রয়োজনীয় তথ্যাদিঃ
সঞ্চয় হিসাব খুলতে সর্বনিম নং ১০০০/-(এক হাজার টাকা) মাত্র জামানত রাখা আবশ্যক।
আবেদনকারীর ০২(দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
নমীনির ০১(এক) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
শনাক্তকরনের জন্য আবেদনকারীর বৈধ পাসপোর্টের সত্যায়িত ফটোকপি ০৬(ছয়) পৃষ্ঠা অথবা বিদেশী পাসপোর্টের ক্ষেত্রে নির্দিষ্ট পৃষ্ঠার সত্যায়িত ফটোকপি।
এন্ট্রি ভিসা সত্যায়িত, ইংরেজী ব্যতীত অন্য ভাষার ক্ষেত্রে অনুবাদ প্রয়োজনীয়।
মোবাইল নং
ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি।
বিদেশী ব্যাংক একাউন্ট যদি থাকে তার নং ও ব্যাংকের নামসহ তথ্যাদি।
আবেদনকারীকে উপরোক্ত তথ্যাদিসহ আবেদন ফরম পূরণ করে জমা দিতে হবে।

Savings Scheme