বাংলাদেশী কোন নারী চাকরীর উদ্দেশ্যে অন্য কোন দেশে গমন করার পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক অথবা নিয়োগদাতা কর্তৃক হয়রানির কারণে স্বদেশে ফিরে আসার পর স্বাবলম্বি হওয়ার ইচ্ছায় কোন ধরনের প্রকল্প শুরু করলে সেক্ষেত্রে ব্যাংক ঐ ব্যাক্তির ঋণের আবেদনের প্রেক্ষিতে সহজ শর্তে জামানতে বা জামানত ব্যাতিরেকে পুনর্বাসন ঋণ প্রদান করা হচ্ছে।
পুনর্বাসন ঋণ গ্রহণে যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্রঃ
ক্রেডিট সীমা:
পুনর্বাসন ঋণ সীমা সর্বোচ্চ ৫০.০০ (পঞ্চাশ) লক্ষ টাকা।
ঋণের মেয়াদঃ
ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১০ (দশ) বছর।
ঋণের পরিশোধসূচীঃ
পরিশোধসূচী হবে ঋণের ধরণ অনুযায়ী কিস্তিতে পরিশোধযোগ্য।
সুদের হারঃ
৭% (সরল সুদ)।
সেবা প্রদানের সময়সীমাঃ
যথাযথ কাগজপত্রসহ আবেদন প্রাপ্তির ১৫ (পনের) দিন।
বিঃ দ্রঃ এ ঋণের কোন সার্ভিস চার্জ নেই।